রুহু রুহেল | আপডেট : ১৭ জুন, ২০২০ বুধবার ০৮:০২ এএম
ডলু খাল আর সাঙ্গু নদী জানে কত মায়াজাল
কোল ঘেষে জন্মেছিল শঙ্খনদী-ভালোবাসা ঢল
মরু প্রান্তে ঝুম বৃষ্টি কখনো সখনো ভাসায় পৃথ্বি
ভব সমুদ্রের কাছে ঢেউ যেন শূন্যে শূন্যেতে বিলীন
তোমার কাছে প্রস্তাব জমেছিল বেখেয়ালি মন
সময় গুলো বড়ই মধুর ছিল চার দেয়ালের ক্ষণ!
একটাও ফুল এনে দিতে পারিনি শেষ বিকেলে
শুধু বুকের জমিনে চেপে রেখেছিলাম তুমি শব্দটি!
বিনম্র চাহনি শুধু মোচড় দিয়েছিল অভুক্ত হৃদয়
অঝোর ধারা বর্ষার মাতম যেন খুলে মন-আলয়
নিমিষে আমার বিগলন চলে হরিৎ মদিরার মতোন
ইচ্ছেরা জাগে বুলাই উষ্ণতার তাপ কোমল মন্থন
কতভাবে চেয়ে, মেলাতে পারিনি একমুঠো রোদ্দুর
সম্মুখপানে সাক্ষাৎ এক অপ্সরী যেন বেলিফুলেশ্বরী!
আমি মনে মনে গুনি আর বুনি স্মৃতিময় কত শত ছবি
খুঁজেছি ; শ্যামলে নয় আরব সাগরে দিয়েছিলে পাড়ি
স্পন্দন বুনছিল প্রিয় স্বর;মোহনা তুমি কেমন আছো?
চেতনা জুড়ে বারবার খেলা করে দূরে না কাছেই থেকো।
সিটিজিসান ডটকম/আরএইচ/সিএস
Print This Post