দুই ভাইয়ের উদ্যোগ

মধ্যবিত্তদের জন্য সংবাদকর্মী শাকিলের ‘ভালবাসার উপহার’

আপডেট: ২৯ মে ২০২০ ১২:৩৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৯ মে, ২০২০ শুক্রবার ১২:২১ এএম

প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াল থাবায় কাঁপছে দেশ। এমতাবস্থায় মধ্যবিত্তদের চাপা কান্না যেন কেউই দেখছে না। এবার করোনাকালে অসহায় হয়ে পড়া মধ্যবিত্তদের পাশে ‘ভালবাসার উপহার’ নিয়ে দাঁড়াল এক সংবাদকর্মী ও তাঁর ভাই।

বৃহস্পতিবার (২৮ মে) হাটহাজারী উপজেলার উদালিয়া গ্রামের ৩০টি মধ্যবিত্ত পরিবারে হাতে ভালবাসার উপহার তুলে দেন সংবাদকর্মী আসাদুজ্জামান শাকিল। তাকে সার্বিকভাবে সহযোগীতা করেছে তাঁর কাঁতার প্রবাসী ভাই মোহাম্মদ মনিরুজ্জামান সাজ্জাদ।

রাতের আঁধারে অগোচরে মোটরসাইকেলে করে এসব ত্রাণসামগ্রী মধ্যবিত্তদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। তাঁদের দেয়া ‘ভালবাসার উপহার’ স্বরুপ প্যাকেটে ছিলো ৫ কেজি চাল, আধা লিটার সয়াবিন তেল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ ও ৫০০ গ্রাম চনা।

হাটহাজারী উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সদস্য ও বিজনেস বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান শাকিল বলেন, ‘সরকার যখন মধ্যবিত্তদের নিয়ে বেশি চিন্তা করে যাচ্ছে তখনই আমি আর আমার কাতার প্রবাসী ভাই মধ্যবিত্তদের সহযোগিতার করার বিষয়ে চিন্তা করলাম৷’

তিনি বলেন, ‘গরিব ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে অনেক সামর্থ্যবান মানুষ। তাঁদের দেয়া হচ্ছে ত্রাণ ও সহযোগিতা। কিন্তু মধ্যবিত্তরা চক্ষুলজ্জায় না পারছে দাঁড়াতে ত্রাণের লাইনে, না পারছে নিজেদের অসহায়ত্বের কথা কাউকে বলতে। মেম্বার চেয়ারম্যানের কাছে গিয়ে সাহায্যও চাইতে পারে না তাঁরা। তাই দুই ভাই মিলে নিয়ে নিলাম এই ব্যতিক্রমী উদ্যোগ।’

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post