
নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৫ মে, ২০২০ সোমবার ০৮:০৮ পিএম
পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে মো. জব্বার (৪০) নামে এক ইউপি সদস্যকে ঈদের নামাজ শেষে ফেরার পথে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৫ মে) সকাল ১০ টার দিকে ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নের চৌমুহনী বাজারে এই ঘটনা ঘটে।
নিহত মো. জব্বার খিরাম ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য।
পুলিশের ধারণা খিরাম ইউপি নির্বানের পর থেকেই নিহত জব্বারের সাথে বিরোধ চলছিলো খিরাম ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেনের। আর সেই অন্তর্দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।
ঘটনার পর পর ওই এলাকায় ব্যাপক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহরাব চেয়ারম্যান ও জব্বার মেম্বারের অনুসারীদের মধ্যে রবিবার (২৪ মে) রাতে খিরাম বাজারে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং গোলাগুলির ঘটনা ঘটে।
এর জেরে সোমবার সকালে জব্বারকে একা পেয়ে সন্ত্রাসীরা আক্রমণ করে।
ঘটনাস্থলে যাওয়া চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আবদুল্লাহ আল মাসুম বলেন, ‘জব্বার মেম্বার নামাজ পড়ে ফিরছিলেন। চৌমুহনী বাজারে তাকে সন্ত্রাসীরা অ্যাটাক করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে নাজিরহাটে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেছেন। ’
তিনি বলেন, ‘আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি জব্বারের সঙ্গে খিরাম ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেনের বিরোধ ছিল। সেই বিরোধ থেকেই খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তারা দুই জনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমরা ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছি। ’
সিটিজিসান ডটকম/আরএইচ
