চট্টগ্রামে সাংবাদিকসহ করোনার শিকার আরও ৭৫ জন

আপডেট: ১৭ মে ২০২০ ৪:৪৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৭ মে, ২০২০ রবিবার ০৪:০২ এএম

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস এর ৫০৪টি নমুনা পরীক্ষায় চট্টগ্রাম মহানগরে ৫৪ জন সহ জেলায় নতুন শনাক্ত হয়েছে আরও ৭৫ জন। এর মধ্যে রয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এক সাংবাদিকও।

শনিবার (১৬ মে) রাতে এসব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৫০৪টি। এর মধ্যে বিআইটিআইডিতে ২২১টি, সিভাসুতে দুই দিনের ১৮৩টি, চমেকে ৯১টি ও কক্সবাজার মেডিকেল কলেজে ৯টি নমুনা পরীক্ষা করা হয়।

তিনি আরও বলেন, শনিবার আক্রান্তদের মধ্যে বিআইটিআইডিতে চট্টগ্রামের ২৮ জন, সিভাসুতে ১২ জন এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৩৫ জন রয়েছেন।

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post