ভাটিয়ারিতে কনডেন্স মিল্কের স্ক্র্যাপ পণ্যের গুদামে আগুন

আপডেট: ১২ মে ২০২০ ১২:৪৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১২ মে, ২০২০ মঙ্গলবার ১২:৪০ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিতে গোয়ালিনী ব্রান্ডের সামাননাজ কনডেন্সড মিল্ক লিমিটেডের একটি স্ক্র্যাপ পণ্যের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ গুদামটি ভাটিয়ারির বিএমএ গেট এলাকায় অবস্থিত৷

মঙ্গলবার (১২ মে) সকাল ৮ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কবির হোসেন৷

তিনি জানান, গোয়ালিনী ব্র্যান্ডের সামাননাজ কনডেন্সড মিল্ক লিমিটেডের একটি স্ক্র্যাপ পণ্যের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার খবর পেয়ে কুমিরা ও আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে ৪টি গাড়ি পাঠানো হয়। প্রায় এক ঘণ্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে৷ মশার কয়েল বা বিড়ি-সিগারেটে থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

অগ্নিকাণ্ডে ২ লাখ ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে এবং প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি৷

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post