
নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০৭ মে, ২০২০ বৃহস্পতিবার ০৫:৩০ পিএম
গত ২৪ ঘন্টায় কক্সবাজারে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে মোট ২০ জন। আক্রান্ত হওয়া রোগীর মধ্যে পেকুয়ায় ৯ জন, কক্সবাজার সদরে ৬ জন, চকরিয়ায় ২ জন, মহেশখালীতে ২ জন ও লোহাগাড়ায় ১ জন।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে এসব জানিয়েছেন কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া। এতে কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত রোগীর মোট ৭১ জনে। ১৫০ জন সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষা করে এই রির্পোট পাওয়া যায়।
গত ২ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শুরু হওয়া করোনা টেস্টে রোববার পর্যন্ত ৩৫ দিনে ২ হাজার ২৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৭৭ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। অবশিষ্ট ২ হাজার ১৯০ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। ৭৭ জন ‘পজেটিভ’ পাওয়া রোগীর মধ্যে ৭০ জন কক্সবাজার জেলায় এবং ৫ জন নাইক্ষ্যংছড়ি উপজেলা ও একজন বান্দরবান সদর উপজেলার বাসিন্দা।
গত ২৪ মার্চ করোনা শনাক্ত হওয়া কক্সবাজার জেলার প্রথম করোনা রোগী চকরিয়ার খুটাখালীর মুসলিমা খাতুনের শরীরের স্যাম্পল টেস্ট করা হয়েছিলো ঢাকার আইইডিসিআর ল্যাবে। তিনি সুস্থ হয়ে গত ৮ এপ্রিল বাড়িতে ফিরেছেন। এছাড়া রামু উপজেলার খোপ গ্রামের মোহাম্মদ আবদুল্লাহ এর স্ত্রী ছেনু আরা বেগম ৩০ এপ্রিল রাতে কক্সবাজার সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ পর্যন্ত মোট ৯ জন করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন।
সিটিজিসান ডটকম/সিএস
