চবির অনলাইন ক্লাস নেয়ার সিদ্ধান্ত গ্রহনের বৈঠক স্থগিত

আপডেট: ৪ মে ২০২০ ৪:১১ অপরাহ্ন

অমিত কান্তি সিকদার | আপডেট : ০৪ মে, ২০২০ সোমবার ০৩:৫০ পিএম

অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত গ্রহনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় শত শিক্ষকের উপস্থিতিতে যে বৈঠকের আয়োজন করা হয়েছিল তা স্থগিত করা হয়েছে। সোমবার (৪ মে) সকাল ১১টায় বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদের ডিন নিশ্চিত বৈঠক স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, রবিবার রাত ১১টা ৪৩ মিনিটে রেজিস্ট্রার দফতরের এক ই-মেইলবার্তায় এ সভা স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।

করোনা ভাইরাসের কারনে দেশের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এমতাবস্থায় শিক্ষার্থীদের ভোগান্তি এড়াতে দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইনে ক্লাস নেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

ইউজিসির এ নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে চবিতে ৯টি অনুদেষদের ডিন, ৫৪টি বিভাগ ও ইন্সটিটিউটের প্রধানদের নিয়ে উপাচার্য সভাকক্ষে সভা আহবান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে সভাপতিত্ব করার কথা ছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের।

এ বিষয়ে প্রশাসনের সাথে কথা বলে জানা যায় মেইলবার্তায় উল্লেখ করা ছিল যে, ‘করোনাভাইরাস উদ্বেগ পরিস্থিতির কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আগামী ০৪/০৫/২০২০ খ্রি. সকাল ১১.০০ ঘটিকায় “অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা” সংক্রান্ত নির্ধারিত সভা স্থগিত করা হল।’

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post