
নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২০ এপ্রিল ২০২০, সোমবার, ০৬:৩০ পিএম
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে সুরক্ষা পেতে সেখানকার ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও ফার্মাসিস্টদের মাঝে পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) সহ করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন। সোমবার (২০ এপ্রিল) দুপুরে এসব সামগ্রী বিতরণ করা হয়।
ইকবাল হোসেন বলেন, ডাক্তার, নার্সসহ স্বাস্থ্য কর্মীরা বিশ্বব্যাপী এই মহামারী যুদ্ধে অনেক ঝুঁকিতে রয়েছেন। এই দূর্যোগে আতঙ্কিত না হয়ে রোগীদের সেবা দিয়ে যাবেন। নগর যুবদল আপনাদের পাশে আছেন।
তিনি আরও বলেন, নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা রক্ষা করতে গ্রামীণ জনপদে রোগীদের নিশ্চিত করতে চট্টগ্রাম মহানগর যুবদলের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রচেষ্টা। এসব সুরক্ষায় সরঞ্জামাদি দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের ত্রান ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ শাকিল সহ প্রমুখ নেতৃবৃন্দ।
সিটিজিসান/শিশির
