বাংলাদেশ শান্তি সম্প্রীতির দেশ- ব্রিগেডিয়ার শাহরিয়ার জামান

আপডেট: ৭ অক্টোবর ২০১৯ ৭:১৩ অপরাহ্ন

সোমবার, অক্টোবর ৭, ২০১৯, ৭:০১ পিএম

রবিউল, গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি-
পার্বত্য খাগড়াছড়ি’র গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার জামান বলেছেন, বাংলাদেশ শান্তি সম্প্রীতির দেশ। এ দেশে সকলে শান্তি-সম্প্রীতি বজায় রেখে উন্নয়ন অগ্রযাত্রায় দেশকে এগিয়ে নিতে হবে।

সোমবার দুপুরে খাগড়াছড়ির গুইমারাতে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজার বিভিন্ন মন্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তোব্যে তিনি এসব কথা বলেন। এসময় সনাতন ধর্মাবলম্বী সহ পার্বত্যবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন রিজিয়ন কমান্ডার।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর তৌহিদ সালাউদ্দিন, রিজিয়নের জি.টু.আই মেজর মঈনুল আলম, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, গুইমারা থানার অফিসার ইনচার্জ বিদ্যুৎ বড়–য়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলার মাটিরাঙ্গা ও মানিকছড়ি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন রিজিয়ন কমান্ডার।##

Print This Post Print This Post