নারিকেলের ভেতরে ইয়াবা পাচারকালে যুবক গ্রেপ্তার

আপডেট: ২১ জানুয়ারী ২০১৯ ৮:০৮ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২১ জানুয়ারি ২০১৯, সোমবার ০৮:০৫ পিএম |

নারিকেলের ভেতরে করে ইয়াবা পাচারকালে রাকিব হোসেন বাবু (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় ১ হাজার ৬৬৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (২১ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম মহানগরের জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দীন।

গ্রেপ্তারকৃত রাকিব হোসেন বাবু লক্ষীপুর জেলার রায়পুর থানার দেনায়েতপুর এলাকার মৃত আবু তাহেরের ছেলে।

মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দীন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিত্য নতুন কৌশলে অবলম্বন করে নারিকেলের ভেতর থেকে লুকিয়ে ইয়াবা পাচার করছে রাকিব। গোপন সংবাদের ভিত্তিতে রাকিবকে আটক করা হয়। রাকিব দীর্ঘদিন ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post