
স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২১ জানুয়ারি ২০১৯, সোমবার ১২:২০ পিএম |
চট্টগ্রাম মহানগরের বন্দর থানার নিমতলা বিশ্বরোড থেকে একটি ট্রাক তল্লাশি করে ১৮ হাজার ২২৫টি ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
সোমবার ভোরে অভিযান তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান জানান।
তারা হলেন- মো. মোজাম্মেল (৩০), মো. আব্দুর রহিম (৪০) এবং নুর ইসলাম (২৮)।
মিমতানুর রহমান বলেন, টেকনাফ থেকে আসা একটি ট্রাক থামিয়ে তল্লাশি করে ইয়াবা সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ইয়াবা নিয়ে তারা ঢাকায় যাচ্ছিল। তিনজনই মাদক ব্যবসায়ী বলে আমরা প্রাথমিক তদন্তে জেনেছি। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
সিএস/সিএম/এসআইজে
