
অনলাইন | সিটিজিসান.কম

ঢাকা | ২৮ ডিসেম্বর ২০১৮, শুক্রবার ১১:১০ পিএম |
শুক্রবার সকাল ৮টা থেকে শেষ হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রকার প্রচার-প্রচারণা। ভোটের আর মাত্র কয়েক প্রহর বাকি। ৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশবাসী মেতে উঠবেন ভোট উৎসবে। নবীন প্রবীন ভোটাররা অধির আগ্রহে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার অপেক্ষায় রয়েছেন।
এদিন ২৯৯টি আসনে টানা ভোটগ্রহণ চলবে। এরপর ভোট গণনা শেষে ফল প্রকাশ করা হবে। এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে গাইবান্ধা-৩ আসনে ভোটগ্রহণ পিছিয়ে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
ইসি জানায়, এবার প্রায় ১ কোটি ২৩ লাখ নতুন ভোটার প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দেবেন। নির্বাচনে সবমিলিয়ে ১ হাজার ৮শ’র বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী প্রায় ১ হাজার ৭৫০ জন। বাকিরা স্বতন্ত্র প্রার্থী।
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও) অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে অর্থাৎ ২৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে ১ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনী এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা করা যাবে না।
সিএস/সিএম/এসআইজে
