চট্টগ্রামে জামায়াত নেতা গ্রেপ্তার

আপডেট: ৪ ডিসেম্বর ২০১৮ ৯:০১ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

ঢাকা | ০৪ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার ০৮:৫০ পিএম |

চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানা এলাকা থেকে মো. শফিকুল আলম (৫০) নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকালে মজিদিয়া মাদ্রাসার সামনে তাকে গ্রেপ্তার করা হয়। শফিকুল আলম বাকলিয়া থানার বড় কবরস্থান এলাকার জানে আলমের ছেলে।

বাকলিয়া থানার ওসি প্রনব চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াত নেতা মো. শফিকুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বাকলিয়া থানায় দুইটি মামলা রয়েছে।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post