সীতাকুণ্ডে রাজা কাসেমের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ

আপডেট: ৩০ নভেম্বর ২০১৮ ৫:৫৪ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম


চট্টগ্রাম | ৩০ নভেম্বর ২০১৮, শুক্রবার ০২:০৫ পিএম |

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের তুলাতলী মৌজার বালুচরকে ছলিমপুর মৌজা দেখিয়ে শিপ ব্রেকিং ইয়ার্ড করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্থানীয়রা।

শুক্রবার (৩০ নবেম্বর) সকাল সাড়ে ১০টায় ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে স্থানীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মির্জানগর জেলাপাড়ার সর্দার বাদল জলদাশ।

বাদল জলদাশ বলেন, ভাটিয়ারী ইউনিয়নের মির্জানগর গ্রামের তুলাতলী মৌজার বাসিন্দা আমরা দীর্ঘদিন ধরে ঐতিহ্যের সাথে জাতি ধর্ম নির্বিশেষে বসবাস করে আসছি। সম্প্রতি রাজা কাসেম নামে এক শিল্পপতি তুলাতলী মৌজাকে ছলিমপুর মৌজা দেখিয়ে শিপ ইয়ার্ড করে দখলের বাণিজ্য করছে। এতে জেলে সম্প্রদায়সহ এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এর আগে রাজা কাসেম সরকারী জায়গা দখল করে শিপব্রেকিং ইয়ার্ড করার জন্য ইতোমধ্য সবুজ বেষ্টনীর অনেক কাজ গাছ কেটে স্কেবেটর দিয়ে মাটি কাটার চেষ্টা করলে স্থানীয়রা তা বাধা দেয় বলে বক্তব্যে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন- ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, মঈন উদ্দীন, আলমগীর মাসুম, সুধীর জলদাস, রাম জলদাস, শম্ভু জলদাস, রুবেল জলদাস, মিলন জলদাস, দিলীপ জলদাস ও জোতি জলদাস প্রমুখ।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post