কোতয়ালিতে পেশাদার ছিনতাইকারি গ্রেপ্তার ১০

আপডেট: ২৫ নভেম্বর ২০১৮ ৭:১৬ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম


চট্টগ্রাম | ২৫ নভেম্বর ২০১৮, রবিবার, ০৬:৫০ পিএম |

চট্টগ্রাম নগরের কোতয়ালি থানা এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ব্যবহৃত ছোরাসহ ১০ জনকে কিশোর-যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ নভেম্বর) গভীর রাতে নগরের পুরাতন রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান কোতয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাদ্দাম হোসেন প্রকাশ রাজা (২৫), মো. সামশুল হক প্রকাশ সবুজ (২১), মো. হাসান (২০), মো. তোফাজ্জল (২০), মো. সাকিব (১৮), মো. রাকিব (১৮)। বাকিদের নাম প্রকাশ করেনি পুলিশ। পুলিশ জানিয়েছে বাকি প্রত্যেকের বয়স যথাক্রমে ১৩-১৫ বছর।

ওসি বলেন, শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চারটি ছোরাসহ ১০ জন যুবক-কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই পেশাদার ছিনতাইকারি দলের সদস্য। তাদের বিরুদ্ধে পৃথক দু’টি আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post