
স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম: মহানগরের ডবলমুরিং থানার পাঠানটুলী গায়েবী মসজিদ এলাকায় মা-মেয়েকে রাতে গলাটিপে হত্যা করা হয় বলে ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে মা হোসেনে আরা (৫০) ও মেয়ে পারভিনের (২২) মরদেহ দেখতে পান পুলিশ। তাদের একজনের মরদেহ ঘরের বাইরে এবং অপরজনের মরদেহ ঘরের ভেতর ছিল।
ঘটনাস্থলে উপস্থিত ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দীন সেলিম বলেন, পারভিনের স্বামী মতিন তাদের দুইজনকে হত্যা করেছে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। মতিন রিকশাচালক বলে জানা গেছে। তার বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগরে।
গত ১০ মাস আগে মতিনের সঙ্গে বিয়ে হয় পারভিনের। পাঠানটুলি গায়েবী মসজিদের বিপরীতে মগপুকুর পাড় এলাকায় তারা ভাড়া থাকতো বলে জানান ওসি।
সিএস/সিএম/এসআইজে
