
স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম
ঢাকা: চট্টগ্রাম মহানগর আদালত এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় কোতোয়ালী থানায় দায়ের হওয়া মামলায় মহানগর বিএনপি’র সভাপতি ডা. শাহাদাত হোসেন সহ মোট ২৪ জন নেতাকর্মীকে দুই মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরে হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও রেজাউল হকের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।
প্রসঙ্গত, ২২ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আদালতের আদেশে কারাগারে পাঠানোর সময় আদালত ভবনে পুলিশের সাথে হাতাহাতিতে জড়ান বিএনপি নেতাকর্মীরা। এসময় কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীনকে লাঞ্ছিত করা এবং সরকারি কাজে বাধাদানের অভিযোগে পুলিশ বাদি হয়ে ডা. শাহাদাতসহ ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করে কোতোয়ালী থানায় পুলিশ।
সিএস/সিএম/এসআইজে
