চবি ছাত্রলীগের দু’গ্রুপে আবারও সংঘর্ষ

আপডেট: ১১ অক্টোবর ২০১৮ ৯:১৬ অপরাহ্ন

চবি করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষ লিপ্ত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ক্যাম্পাসে বিদ্যমান সিএফসি ও বিজয়ের গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, বেলা ১২ টার দিকে সিএফসি গ্রুপের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী হলে অবস্থানরত বিজয় গ্রুপের নেতাকর্মীদের উপর হামলা করলে তারাও পাল্টা ধাওয়া দেয়। বেলা ১২ টা থেকে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পুলিশ উভয় দলের নেতাকর্মীদের লাঠিচার্জ ও ধাওয়া দিলে বিজয় গ্রুপের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী, আলাওল এবং এফ রহমান হলে অবস্থান নেয়। সিএফসি গ্রুপের নেতাকর্মীরা অবস্থান নেয় শাহ আমানত হলে। সোহরাওয়ার্দী ও আমানত হলের সামনে পুলিশের কড়া নিরাপত্তায় মাঝেও দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরে বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারি প্রক্টরবৃন্দ এবং হাটাজারী থানা সার্কেলের এসএসপি মাছুম বিল্লাহ এবং ডিবি পুলিশের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হল, শাহ আমানত হল, সোহরাওয়ার্দী হল, এফ রহমান হল এবং আলাওল হলে অভিযান চালায় পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, হলে বহিরাগত কেউ আছে কিনা এবং কেউ বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির পরিকল্পনা করছে কিনা সেজন্য আমরা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অভিযান চালাই। অভিযানে কাউকে আটক করা না হলেও কিছু রামদা, লাঠি, পাথর ও বোতল উদ্ধার করা হয়েছে।

সিএস/সিএম

Print This Post Print This Post