২৭৪ বিচারকের বদলির আদেশ

আপডেট: ২ অক্টোবর ২০১৮ ১২:২৪ অপরাহ্ন

সিটিজিসান, ঢাকা : বিচার বিভাগে সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ সমমর্যাদার ২৭৪ জন বিচারককে বদলি করেছে সরকার। গতকাল সোমবার আইন ও বিচার বিভাগ থেকে এ বদলির আদেশ জারি করা হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এ রদবদল আনা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

আদেশে বদলি হওয়া কর্মকর্তাদের জেলা জজ/চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/দফতর প্রধানের মনোনীত কর্মকর্তার কাছে বুধবারের (৩ অক্টোবর) মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগ দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া যারা প্রশিক্ষণ বা ছুটিতে রয়েছেন কিংবা নির্বাচনে ম্যাজিস্ট্রেসির দায়িত্ব পেয়েছেন তাদের প্রশিক্ষণ বা ছুটি শেষে কিংবা নির্বাচনের দায়িত্ব শেষে বদলি করা কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে আদেশে। এর আগে গত রোববার জেলা জজ এবং সমমর্যাদার ৮ বিচারক পদে রদবদল আনা হয়েছিল।

সিটিজিসাননিউজ/সিএম

Print This Post Print This Post