ভারত গেলেন অলি আহমেদ

আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮ ৩:৪৭ অপরাহ্ন

সিএসনিউজ, চট্টগ্রাম : এক সপ্তাহের সফরে ভারত গেলেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ।

রোববার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।

এবিষয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, কর্নেল (অব.) অলি রবিবার সকালে সস্ত্রীক ভারত গেছেন। আগামী ২৩ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে চলতি বছরের মার্চে ১৫ দিনের সফরে ড. অলি আহমেদ ভারতে গিয়েছিলেন। ওই সময় আজমির শরিফ জিয়ারতসহ বেশ কিছু ব্যক্তিগত কাজ করবেন তিনি। এরপর তিনি জয়পুর, আজমীর শরীফ, দিল্লী যাবেন। সেখানে ব্যক্তিগত কিছু কাজ করার পাশাপাশি চিকিৎসাও করাবেন বলে জানান সেলিম।

Print This Post Print This Post