
চবি : পবিত্র ঈদুল ফিতর ও বর্ষাকালীন ছুটি মিলে এক মাস বন্ধ থাকার পর আগামী রোববার (২৪ জুন) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) খুলছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার একেএম নূর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঈদুল ফিতর ও বর্ষাকালীন ছুটির পর রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম শুরু হবে।’
তিনি জানান, অবকাশে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস না হলেও পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়।
চবি সূত্রে জানা গেছে, রোববার থেকে ক্যাম্পাস ও চট্টগ্রাম নগরী অভিমুখে বিশ্ববিদ্যালয় শাটল ট্রেন ও শিক্ষক বাস পূর্বনির্ধারিত নিয়মে চলাচল করবে।
