
চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর চকবাজার বাজার থানাধীন ওয়াসার মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ মো. জাহাঙ্গীর আলম (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব- ৭।
গতকাল সোমবার (০৯ এপ্রিল) রাতে তাকে গ্রেফতার করা হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওয়াসার মোড় এলাকায় অভিযান চালানো হয়েছে। র্যাবের লেফটেন্যান্ট আশেকুর রহমানের নেতৃত্বে অভিযানে দশ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চকবাজার থানায় হস্তান্তর করা হয়।
