হাটহাজারীতে অগ্নিকান্ডে ৩ লাখ টাকার ক্ষতি

আপডেট: ৯ মার্চ ২০১৮ ১২:৩১ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২ নম্বর গেট এলাকায় মশার কয়েলের আগুনে তিনটি দোকান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার (৮ মার্চ) দিনগত রাত পৌনে দুইটার দিকে এআগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে হাটহাজারী ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার জাকির হোসেনের নেতৃত্বে দুইটি গাড়ি পাঠানো হয়। এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে একটি আসবাবপত্রের দোকান ও দুইটি ডিপার্টমেন্টাল স্টোর পুড়ে গেছে। এতে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

Print This Post Print This Post