পতেঙ্গায় কাভার্ড ভ্যান উল্টে সাইকেল আরোহী নিহত

আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৭ ২:৪৮ অপরাহ্ন

accedent1
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ভিআইপি রোডে মালবাহী একটি কাভার্ড ভ্যান উল্টে গিয়ে মো. আনোয়ার (২৮) নামে এক সাইকেল আরোহী ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয়।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে বারটার দিকে দক্ষিণ পাড়ার মাদ্রাসা গেইটের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার নেজাম পাড়ার মনির বাড়ির মৃত মো. মফিজের ছেলে। দূর্ঘটনার পর পরই ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে বলে জানান স্থানীয়রা।  এসময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুরসহ জড়ো হয়ে বিক্ষোভ করে স্থানীয়রা।

accedent

বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, সীবিচ দিয়ে ইনকনট্রেড ডিপোতে যাওয়ার পথে একটি মালবাহী কাভার্ড ভ্যান উল্টে গেলে সাইকেল আরোহী মো. আনোয়ার ওপর চাপা পড়ে। এতে তাৎক্ষনিক তার মৃত্যু হয়। ঘটনার পর পরই ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। এঘটনার পর পরই এলাকাবাসী জড়ো হয়ে বিক্ষোভ করা চেষ্টা করে। পরে পুলিশ গিয়ে পরিবেশ স্বাভাবিক হয় বলে জানান ওসি।

Print This Post Print This Post