
চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘ঘ’ ইউনিটের (সমাজ বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই ইউনিটের ফলাফল আগামী ৩১ অক্টোবর (মঙ্গলবার) প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে পরীক্ষা শুরু হয়। এই অনুষদে ভর্তির জন্য ৩৯ হাজার ৩২২ জন শিক্ষার্থী আবেদন করেছিল।
সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.ফরিদ উদ্দিন আহাম্মেদ এ প্রসঙ্গে বলেন, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সমাজ বিজ্ঞান অনুষদের পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি। এই ইউনিটের ফলাফল ৩১ অক্টোবর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিকেলে পরীক্ষার উত্তরপত্র স্ক্যানিং করা হবে।
দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা ক্যাম্পাসের কেন্দ্র ছাড়াও বাইরের ১০টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল থেকে ক্যাম্পাসের ৩৪টি স্পটে পুলিশ মোতায়েনের পাশাপাশি চেকপোস্টও বসানো হয়।
এ বছর থেকে ১০টি ইউনিটে ভর্তি পরীক্ষার পরিবর্তে চারটি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর ৪৯২৪ আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৯৯৫ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করে। ভর্তি পরীক্ষা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত।
