
চট্টগ্রাম : নগরীর পতেঙ্গা থানাধীন বিমানবন্দর সড়কের ১৫ নম্বর ঘাট এলাকায় সুহৃদ চাকমা (৪৬) নামে পেশাদার এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পতেঙ্গা থানা পুলিশ।
এসময় আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। সোমবার গভীর রাত সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়।
এবিষয়ে পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, পতেঙ্গায় বিমানবন্দর সড়কের ১৫ নম্বর ঘাট এলাকায় পুলিশের বিশেষ তল্লাশি অভিযান চলছিল। সেখানে পুলিশ দেখে সুহৃদ চাকমা দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে তাকে ধরে ফেলে। এসময় তার পকেটে পিস্তল ও দুটি ম্যাগজিন পাওয়া যায়। এই ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়ের হয়েছে।
