ভূমিকম্প: মেক্সিকোর নিহতের সংখ্যা বেড়ে ২৩০

আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৭ ১১:৫১ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক : মেক্সিকোর মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২৩০ জনে। এছাড়াও, এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ।

ধ্বংসস্তূপের নিচে নিখোঁজদের সন্ধানে এখনও অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী এ ভূমিকম্পে রাজধানী মেক্সিকো সিটিসহ পুরো মধ্যাঞ্চলে বহু ভবন ধসে পড়েছে।

এছাড়াও, ধসে পড়েছে স্কুলসহ বহু শিক্ষা প্রতিষ্ঠান ও গির্জা। ভূমিকম্পে মেক্সিকো সিটির একটি স্কুল ভবন ধসে পড়ে নিহত হয়েছে ২১ শিশুসহ অন্তত ২৬ জন। এদিকে, বুধবার দেশটির মোরেলস প্রদেশ এবং রাজধানী মেক্সিকো সিটির ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন দেশটির প্রেসিডেন্ট পেনা নিয়েতো। ভূমিকম্পে মেক্সিকোতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

Print This Post Print This Post