বিশ্বের মাত্র ৫০০ জনের রয়েছে পাসপোর্ট, কী এর বিশেষত্ব

আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৭ ৪:১১ অপরাহ্ন

pasport

অনলাইন ডেস্ক : বর্তমান বিশ্বে শুধুমাত্র পাসপোর্ট হাতে থাকলেই যেখানে ইচ্ছা সেখানে যাওয়া যায় না এর জন্য প্রয়োজন ভিসা। এই ভিসার চক্কর কাটতে কাটতে জীবনের বহু ভ্রমণ-সাধই অপূর্ণ থেকে যায় মানুষের। প্রায় ভিসা অফিস থেকে নাকচ হয়ে ফিরে আসতে হয় অনেককেই।

কিন্তু এমন পাসপোর্ট কি রয়েছে, যা নিয়ে ভিসা ছাড়াই ভ্রমণ করা যায় ইচ্ছেমত? উত্তরে অনেকেই বলেন, জার্মান পাসপোর্টই তো সে সুযোগ রয়েছে। ভিসা ছাড়াই বিশ্বের ১৭৭টি দেশ ভ্রমণ করা যায় জার্মান পাসপোর্টে।

কিন্তু প্রশ্ন শুধুমাত্র সংখ্যা দিয়ে নয়। এমন এক পাসপোর্ট এই পৃথিবীতে রয়েছে, যা আসলে এক সম্মানসূচক। বিরল সম্মানের প্রতীক এই পাসপোর্টের অধিকারী মাত্র ৫০০ জন মানুষ।

Print This Post Print This Post