
চট্টগ্রাম :: নগরীর বন্দর থানাধীন বন্দর ৫ নম্বর গেইট এলাকায় দ্রুতগামী রাইডার উল্টে ২ জন নিহত ও একজন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, রাকিব হোসেন (১৭) ও আমজাদ হোসেন (৪০)। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল হোসেন এ খবর নিশ্চিত করেন।
বন্দর থানার এসআই সাজ্জাদ কামাল জানান, সকালে ইপিজেড থেকে শহরের দিকে যাওয়ার সময় যাত্রীবাহি রা্ইডার গাড়ি বন্দরের ৫ নাম্বর গেইটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে ২ যাত্রী নিহত হয়। আহত হয় আরো কয়েকজন।এর মধ্যে একজনকে চমেক হাসপাতালে নেয়া হয়েছে।
নিহত রাকিব হোসেন পটুয়াখালি জেলার বাউফল থানার চাঁদকাঠি গ্রামের তালুকদার বাড়ির আব্দুর রব তালুকদারের ছেলে। অপর নিহত আমজাদ হোসেন নগরীর ইপিজেডস্থ মেরী মৌ লি. নামে একটি প্রতিষ্ঠানের শ্রমিক ছিল। পুলিশ দুর্ঘটনায় কবলিত গাড়িটি উদ্ধার করেছে।
সিটিজিসান.কম/রবি
