বাবা হচ্ছেন সালমান

আপডেট: ৫ এপ্রিল ২০১৭ ১০:১৩ পূর্বাহ্ন

salman_77_ngn

অনলাইন ডেস্ক :: ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় মুখ ব্যাচেলর সালমান খান নন, বিবাহিত দালকৌর সালমানই বাবা হচ্ছেন।

২০১১ সালের ২২ ডিসেম্বর স্থপতি আমাল সুফিয়াকে পারিবারিকভাবে বিয়ে করেন সালমান। সূত্রের খবর, সব ঠিক থাকলে আগামী মে মাসের শেষে অথবা জুনের শুরুতে প্রথম সন্তানের জন্ম দেবেন আমাল।

অভিনয় ও জনপ্রিয়তার দিক থেকে মালয়লাম চলচ্চিত্র শিল্পে সালমান রয়েছেন প্রথম সারিতে। এই খবর শুনে ইন্ডাস্ট্রি তো বটেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও।

আপাতত পরের ছবি ‘সিআইএ: কমরেড ইন আমেরিকা’র শুটিংয়ে ব্যস্ত রয়েছেন সালমান। তিনি বিজয় নাম্বিয়ারের সঙ্গে একটি মালায়লম-তামিল ছবির কাজও খুব তাড়াতাড়ি শুরু করবেন বলে জানা গিয়েছে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post