চবি ছাত্রলীগের সংঘর্ষ, আহত-৮

আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৭ ৭:১৭ অপরাহ্ন

cu
চবি :: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে শনিবার মধ্যরাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হলের চারটি কক্ষ ভাঙচুর করেছে ছাত্রলীগ কর্মীরা। এতে উভয়পক্ষের ৮ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ৪ জনের নাম জানিয়েছে পুলিশ। এরা হলেন, মো.শামিম, মো. কাউসার, তুর্কি সরকার ও মাসুম নাজিম।

পুলিশ জানায়, শাহজালাল হলের ভেতর বিশ্ববিদ্যালয়ের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন ও ভিএক্স গ্রুপের ছাত্রলীগের দুই কর্মীর সাথে সিট নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় সিনিয়ররা এসে বিষয়টি মীমাংসা করে দেয়। কিন্তু আধঘন্টা পর হলের ভেতরে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এতে হলের ৮ থেকে ১০ নং কক্ষে ভাঙচুর চালায় দুই পক্ষ।

হাটহাজারী থানা পুলিশের ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহজালাল হলের ভেতরে অভিযান চালিয়েছে। তবে ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী জানান, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post