সীতাকুণ্ডে সাবেক এমপি আবুল কাশেম স্মৃতি সংসদের বর্ষপূতি পালিত

আপডেট: ৪ ফেব্রুয়ারী ২০১৭ ৫:০৬ অপরাহ্ন

45668

তালুকদার নির্দেশ বড়ুয়া, সীতাকুণ্ড করেসপন্ডেন্ট :: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাবেক এমপি, সীতাকুণ্ডের মাটি ও মানুষের অকৃত্রিম বন্ধু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব আবুল কাশেমের স্মরনে প্রতিষ্ঠিত ‘এবিএম আবুল কাশেম স্মৃতি সংসদ’ এর বর্ষপূতি ও সম্প্রসারনের উদ্ভোধন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

বর্ষপূতিতে সাবেক এমপি আবুল কাশেমের কবরে পুষ্পমাল্য অর্পন, জেয়ারত, মিলাদ মাহফিল ও দুপুরের ভোজ এবং মরহুমের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক এমপি আবুল কাশেমের কনিষ্ট পুত্র শিক্ষানুরাগী স্বনামধন্য ব্যক্তি ও সমাজ সেবক এসএম আল নোমান।

প্রধান অতিথি তার বক্তব্যে মামুন বলেন, আমার শ্রদ্ধেয় পিতা ও সীতাকুণ্ড সাবেক এমপি আলহাজ্ব আবুল কাশেম সীতাকুণ্ডের জন্য নিবেদিত প্রান ছিলেন। দলমত নির্বিশেষে সকলের সাথে তার হৃদ্ধতাপূর্ণ সম্পর্ক ছিল।

এতে বিশেষ অতিথি ছিলেন, ১০ নং সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক শ্রমিক নেতা কাজী গোলাম মহিউদ্দীন, বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার সদস্য ও সীতাকুন্ড উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ রিফাতুল আলম অভি। সভার সভাপতিত্ব করেন, ফাহিম ইকবাল।

এতে আরো বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি মেম্বার নাছির উদ্দীন, মোঃ মহিম উদ্দীন, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দিদারুল আলম দিলু, সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সদস্য তাজুল ইসলাম, সরোয়ার পারভেজ। সহকারী আই.এইচ.টি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জসিম উদ্দীন, সম্পাদক মোজাম্মেল হোসেন, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রিফাত, সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক শাহানুর হোসেন রুবেল, মিনহাজুল আবেদীন বিজয়, রাকিবুল হাসান, শহিদ উদ্দীন ফাহিম প্রমূখ।

উল্লেখ্য যে, বিগত ৩ ফেব্রুয়ারি (২০১৬) সাবেক এমপি আবুল কাশেমের পুত্র সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি এসএম আল মামুন পিতার স্মরণে প্রতিষ্ঠিত করেন ‘এবিএম আবুল কাশেম স্মৃতি সংসদ’।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post