আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট: ৩০ জানুয়ারী ২০১৭ ৭:০৯ অপরাহ্ন

666
অনলাইন ডেস্ক :: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে রোববার মধ্যরাতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর জানিয়েছে তার পরিবার। নিহত এস এম শাকিল (২৭) ফেনীর দাগনভূইয়ার মোহাম্মদ বেলালের ছেলে।
এদিন মধ্যরাতে দক্ষিণ আফ্রিকার বেলকন শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মোহাম্মদ বেলাল।

দাগনভূইয়া বাজারের জামিল ফার্মেসির মালিক বেলাল বলেন, শাকিল দুই বছর আগে দক্ষিণ আফ্রিকায় যায়। বছর খানেক আগে বেলকন শহরে নিজের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে শাকিল।

“রোববার মধ্যরাতে দুর্বৃত্তরা তার দোকানে হামলা চালিয়ে মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় বাধা দিলে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে সেখানে অবস্থানরত স্বজনরা জানিয়েছেন।”

খবর পাওয়ার পর স্বজনদের সঙ্গে যোগাযোগ করে লাশ দেশে আনার ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি জানান।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post