
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম :: চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নতুন কমিটির সভায় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নগরীর নাসিমন ভবনে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সভা শুরু হওয়ার সাথে সাথে নেতাকর্মীদের মধ্য কথা কাটাকাটি ও স্লোগানের জের ধরে এ ঘটনা ঘটে। এতে সভাস্থল পন্ড হয়ে যায়।
এতে কেন্দ্রিয় ছাত্রদল নেতা পাবেল ও চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জনিসহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে দলটির শীর্ষ নেতারা নিশ্চিত করেছেন। সংঘর্ষের পর পরই কোতয়ালী থানার পুলিশ আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে সংঘর্ষের ঘটনা ঘটে সভাপতি ও সাধারণ সম্পাদক অনুসারি নেতাকর্মীদের মধ্য।
উত্তর জেলার ছাত্রদলের সভাপতি জাহিদুল আবছার জুয়েল এবিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করেন।
সিটিজিসান.কম/রবি
