
চট্টগ্রাম ::
শিশুদেরকে লেখা পড়ায় আগ্রহী করে তুলতে অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাকে সৃজনশীল চিন্তা নিয়ে এগুতে হবে। শিশু কি চায়, কিসে তার আনন্দ, কিসে তার ভীতি কিংবা অনাগ্রহ তা পর্যবেক্ষন করে নিবিড় পরিচর্যার মাধ্যমে শিশু মনের বিকাশকে নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে সবচেয়ে বেশী ভূমিকা রাখতে পারে মায়েরাই। শিশুরা সবচেয়ে বেশী সময় কাটায় মায়েদের সাথেই। এবং মা-বাবাকেই অনুকরণ করতে ভালবাসে শিশুরা। তাই মায়েদের হতে হবে শিশুদের প্রতি সবচেয়ে বেশী যতœশীল। কোন অবস্থাতেই শিশুমনে চাপ সৃষ্টি না করে তাদের মেধার দিকটা চিহ্নিত করতে হবে।
কাপ্তাই রাস্তার মাথায় অবস্থিত সিডিএ গার্লস স্কুল এন্ড কলেজের বর্ষবরণ এবং মা ও শিশু সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম এ কথাগুলো বলেন।
সিডিএ গার্লস স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন সৈয়দা নিলুফা আকতার, সহকারী প্রধান শিক্ষক, শাহীন সুলতানা, সহকারী শিক্ষক, মো. দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক, ফারহানা আকতার, নার্সারি শ্রেণি শিক্ষকদের মধ্যে আলোচনা করেন-মুনমুন ভৌমিক, সেলিনা আকতার (শাপলা), পারিজাত সিকদার, পারভীন আকতার (বেলি), শিল্পী কর, উলফাত আরা (গোলাপ) এবং অভিভাবকবৃন্দের মধ্যে আলোচনা করেন মো. মোখলেছুর রহমান, মো. নাজিম চৌধুরী ও মো. ফারুক প্রমুখ।
সিটিজিসান.কম/রবি
