নবম ওয়েজ বোর্ড নিয়ে নোয়াবের সংশয়

আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৬ ১০:০৬ পূর্বাহ্ন

72163_190

অনলাইন ডেস্ক ::
সংবাদপত্রের পেশাগত কর্মরত ব্যক্তিদের জন্য নবম ওয়েজ বোর্ড নিয়ে প্রকাশিত সংবাদে উদ্বেগ প্রকাশ করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। নোয়াবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ ডিসেম্বর নোয়াবের বার্ষিক সাধারণ সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয়।

এতে বলা হয়, বার্ষিক সাধারণ সভায় সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত নবম ওয়েজ বোর্ড গঠনবিষয়ক সংবাদ নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে সভার এক প্রস্তাবে বলা হয়, অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়িত হয়েছে ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে। মাত্র তিন বছর হয়েছে। এর মধ্যে নবম ওয়েজ বোর্ড ঘোষণা কতটুকু যৌক্তিক, তা বিশ্লেষণের দাবি রাখে।

অতীতে কখনোই পাঁচ বছরের আগে নতুন ওয়েজ বোর্ড ঘোষণা করা হয়নি। তাছাড়া প্রতিবছরই মুদ্রাস্ফীতি সমন্বয় করার জন্য বার্ষিক ইনক্রিমেন্ট দেয়া হয়। সেজন্য অন্তত পাঁচ বছরের আগে নবম ওয়েজ বোর্ড গঠন গ্রহণযোগ্য নয় বলে মত দেয় নোয়াব।

নোয়াবের অবস্থান হলো, অষ্টম ওয়েজ বোর্ড রোয়েদাদ কতটুকু বাস্তবায়ন হয়েছে, সে বিষয়ে আগে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা হোক। কারণ অনেক প্রতিষ্ঠান এখনও সপ্তম ওয়েজ বোর্ড রোয়েদাদই বাস্তবায়ন করেনি বলে জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অতীতের অভিজ্ঞতায় বলা যায়, সংবাদপত্রের কাঠামোগত ও অন্যান্য বেশ কিছু বিষয় অমীমাংসিত রয়েছে। এর আগে একাধিক ওয়েজ বোর্ড ঘোষণার সময় এসব বিষয়ে আলোচনা হলেও কোনো সুরাহা হয়নি।

ওয়েজ বোর্ড গঠনের আগে আলোচনার ভিত্তিতে সেসব অমীমাংসিত বিষয় সমাধান করা জরুরি বলে মনে করে নোয়াব।

তাছাড়া সংবাদপত্রশিল্প এক বড় সংকটে রয়েছে। অনলাইন প্রচারমাধ্যমে অনেক বিনিয়োগ করতে হচ্ছে। অন্যদিকে সরকারের ট্যাক্স, ভ্যাট ইত্যাদি সমস্যা তো রয়েছেই।

নোয়াবের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সব সময়ই আলোচনার মাধ্যমে গঠিত এবং পাঁচ বছরের বিরতিতে কার্যকর ওয়েজ বোর্ডের পক্ষে। বর্তমান সময়ে কোনো যুক্তিতেই সাংবাদিকদের জন্য নতুন ওয়েজ বোর্ড গঠন সমর্থনযোগ্য হতে পারে না।

এ সভায় উপস্থিত ছিলেন, মতিউর রহমান, এ কে আজাদ, তাসমিমা হোসেন, রিয়াজউদ্দীন আহমেদ, মাহ্ফুজ আনাম, এ এস এম শহীদুল্লাহ খান বাদল, তারিক সুজাত, এ এম এম বাহাউদ্দীন, আলতামাশ কবীর, নঈম নিজাম, কাজী আনিস আহমেদ, দেওয়ান হানিফ মাহমুদ, শামসুর রহমান, এ এইচ এম মোয়াজ্জেম হোসেন ও মোজাম্মেল হক। বৈঠকে নোয়াবের প্রেসিডেন্ট মতিউর রহমান নোয়াবের বিগত এক বছরের কার্যক্রম তুলে ধরেন।

সিটিজসান.কম/রবি

Print This Post Print This Post