
কক্সবাজার :: কক্সবাজারে জেলা পরিষদ নির্বাচনে দুই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। উচ্চ আদালতে মামলার নিষ্পত্তি না হওয়ায় এ নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন।
জানা গেছে, ৪নং ওয়ার্ডের নির্বাচন স্থগিত চেয়ে উচ্চ আদালতে একটি রিট দায়ের করা হয়েছে (যার নং-১৬৬৫২)। এর প্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশ পেয়ে নির্বাচন কমিশন কক্সবাজারের ৪নং ওয়ার্ডের পুরুষ সদস্য পদের নির্বাচন স্থগিত করেন। এ সংক্রান্ত লিখিত কাগজপত্র কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।
ওই ওয়ার্ডের প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ সমর্থিত আবু হেনা মোস্তাফা কামাল (ক্রিকেট ব্যাট), রিয়াজ খান রাজু (বৈদ্যুতিক পাখা), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (টিউবওয়েল), এটিএম জায়েদ মোর্শেদ (হাতি), আবুল কাসেম (ঘুড়ি), মোহাম্মদ তারেক ছিদ্দিকী (তালা) ও মেহদি হাসান (অটোরিকশা)।
ঠিক একইভাবে ৩ নম্বর ওয়ার্ডের ভোট স্থগিত চেয়ে রিট করেন এক প্রার্থী। তার প্রেক্ষিতে এ কেন্দ্রেও সাধারণ সদস্য পদে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।
এ কেন্দ্রের প্রার্থীরা হলেন- আজিজুল হক (উটপাখি), মো. আনোয়ার পাশা চৌধুরী (টিউবওয়েল), আইয়ুবুর রহমান (তালা) ও শহিদুল ইসলাম মুন্না (হাতি)।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ মতো ওই ওয়ার্ড দুটিতে পুরুষ সদস্য পদে ভোটগ্রহণ স্থগিত থাকবে। তবে চেয়ারম্যান ও মহিলা সদস্য পদে যথারীতি ভোটগ্রহণ করা হবে।
সিটিজিসান.কম/শিশির
