
এম বেলাল উদ্দিন, রাউজান :: চট্টগ্রামের রাউজান উপজেলায় অগ্নিদগ্ধ হওয়ার তিনদিন পর চিকিৎসাধিন অবস্থায় ছাবা খাতুন (৭০) নামের এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই এলাকার ডা. রাজা মিয়ার বাড়ীর মৃত মুন্সি মিয়ার স্ত্রী।
শুক্রবার সকাল ৮ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধিন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্র মতে, গত বুধবার সন্ধ্যায় নিজ ঘরে কেরোসিনের বাতি থেকে অসাবধানতাবশত শাড়ীতে আগুন লাগলে শরীর ঝলসে যায়।
ঘটনার দিন অগ্নিদগ্ধ বৃদ্ধা মহিলাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে তিনদিন চিকিৎসাধিন থাকার পর গতকাল শুক্রবার সকালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
জানা যায়, অগ্নিদগ্ধ বৃদ্ধা মহিলার শরীরের প্রায় ৭৫ শতাংশ পুড়ে গেছে। গতকাল শুক্রবার নামাজে জানাযা শেষে নিহতের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি দুই পুত্র ও তিন কন্যা সন্তানের জননী বলে বলে জানা গেছে।
সিটিজিসান.কম/রবি
