চবি ছাত্রলীগ কুশপুত্তলিকা পোড়াল চমেক অধ্যক্ষের

আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৬ ৫:২৩ অপরাহ্ন

cu-sm20161215161023
চবি :: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরের কুশপুত্তলিকা পুড়িয়ে তার অপসারণের দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশ। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে কুশপুত্তলিকা পোড়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করা কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন চমেকের এই অধ্যক্ষের ইন্ধনে প্রভাবিত হয়েছে দাবি করে কুশপুত্তলিকা পোড়ায় তারা। ছাত্রলীগের এই অংশটি মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী অনুসারী।

এর আগে দিয়াজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন ছাড়াও শাখার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় ফজলে রাব্বি সুজন বলেন, দিয়াজ হত্যার সুষ্ঠু বিচার চাই। কিন্তু এ ঘটনার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে জড়ানো হয়েছে। দোষী না হওয়ার আগে ঢালাওভাবে তাকে অভিযুক্ত করা ঠিক হয়নি। এই হত্যা নিয়ে প্রতিহিংসার রাজনীতি চাই না।

সিটিজিসান.কম/তানিন

Print This Post Print This Post