বিপাশার নগ্নদৃশ্যে তোলপাড়!

আপডেট: ১০ ডিসেম্বর ২০১৬ ৩:০৫ অপরাহ্ন

bipasha-basu123
অনলাইন ডেস্ক ::
বিপাশা বসু শ্যুটিং করছেন ‘নো এন্ট্রি ম্যায় এন্ট্রি’ ছবির। বরাবরের মতো এ ছবিতেও তাকে দেখা যাবে সেক্সসিম্বল ইমেজে।

তবে আলোচনার বিষয় তা নয়, সামাজিক যোগাযোগের মাধ্যমে বর্তমানে ঝড় বইছে বিপাশার একটি ভিডিও ক্লিপসকে কেন্দ্র করে। ‘নো এন্ট্রি ম্যায় এন্ট্রি’ ছবিতে বিপাশার একটি ১ মিনিটের স্নানের দৃশ্য গোপনভাবে ক্যামেরাবন্দি করেছেন পরিচালক আনিজ বাজমী।

এ দৃশ্যে অনেকটাই নগ্ন হয়ে বাথটাবে স্নান করতে দেখা যাবে বলিউডের এই অভিনেত্রীকে। অবশ্য নগ্নদৃশ্য নিয়ে তোলপাড়ে বিপাশার কোন মাথাব্যথা নেই। বরং নিজের ট্যুইটার পেজে বাথটাবের একটি দৃশ্য পোস্ট করে তিনি লিখেছেন, অপেক্ষায় থাকুন। ‘নো এন্ট্রি ম্যায় এন্ট্রি‘ ছবিতে সুপারহট বিপাশাকে দেখবার জন্য।

ভৌতিক ছবি ‘অ্যালোন’-এর পর গত দেড় বছরে বলিউডে কোন ছবি মুক্তি পায়নি বিপাশা বসুর। এই সময়টা তিনি ব্যস্ত ছিলেন বিয়ে, হানিমুন ও সংসার নিয়ে। ২০০৫ সালের সুপারহিট ‘নো এন্ট্রি’ ছবির সিকুয়্যাল ‘নো এন্ট্রি ম্যায় এন্ট্রি’ দিয়েই ফের এন্ট্রি হলো স্টাইলিশ এই অভিনেত্রীর।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post