চট্টগ্রাম-১৬ আসন

এমপি মোস্তাফিজসহ ১১জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত

আপডেট: ৫ জুন ২০২০ ৬:৪০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০৫ জুন, ২০২০ শুক্রবার ০৬:২৫ পিএম

করোনা ভাইরাসে এবার সংক্রমিত হয়েছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ তাঁর পরিবার। এতে তাঁর পরিবারের মোট ১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে চট্টগ্রাম নগরীর নিজ বাসায় আইসোলেশনে রয়েছে আক্রান্ত সবাই।

আক্রান্তরা হচ্ছেন- তাঁর স্ত্রী, তিন মেয়ে, এক নাতনি, এক মেয়ের জামাই, এমপির একান্ত সহকারী একেএম মোস্তাফিজুর রহমান রাসেল ও বাসার ৩ গৃহকর্মী।

বিষয়টি নিশ্চিত করে মো. মোস্তাফিজুর রহমান চৌধুরীর ব্যক্তিগত সহকারি তাজুল ইসলাম বলেন, গত ২ জুন মোস্তাফিজুর রহমানের পরিবারের নমুনা সংগ্রহ করা হয়। সেখানে এমপি সাহেব, তাঁর স্ত্রী, তিন মেয়ে, এক মেয়ের জামাই ও গৃহকর্মীর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে।

বর্তমানে তিনি ও পরিবারের অন্য সদস্যরা বাসায় আইসোলেশন আছেন। তাদের সকলের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে- যোগ করলেন তাজুল ইসলাম।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post