যশোরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৭ ১:৪১ অপরাহ্ন

যশোর :
যশোরে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে রোববার রাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঝিকরগাছা উপজেলার বাঁকড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সন্ধ্যায় বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিকুর রহমানকে রক্তাক্ত অবস্থায় একটি মাঠে পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি।

Print This Post Print This Post