সদরঘাটে তৈরি হচ্ছে বার্মিজ বাম!

আপডেট: ২৪ জানুয়ারী ২০১৭ ১০:৫০ অপরাহ্ন

vejal20170124214111

চট্টগ্রাম :: নগরীর সদরঘাট থানাধীন আলকরণ দোভাষ কলোনি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে নকল বার্মিজ বাম, সাবান ও প্রসাধন সামগ্রীসহ মো. ইসমাইল নামের এক ব্যক্তিকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকার চার নম্বর গলির নাজিম উদ্দিনের বাড়িতে এই অভিযান চালানো হয়। ইসমাইল এই বাসায় দীর্ঘদিন ধরে এসব ভেজাল পণ্য তৈরি করে আসছিল।

নগর গোয়েন্দা পুলিশের পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্ত্তীর নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) রতন কান্তি দে ও সেকান্দর আলী এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আব্দুল ওয়াদুদ ও আজহারুল ইসলামের দল এই অভিযানে ছিল।

নগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এতে বিপুল পরিমাণ ভেজাল বার্মিজ টাইগার বাম, চায়না বি অ্যান্ড ফ্লাওয়ার ব্রান্ডের সাবানের খালি প্যাকেট, বাম ও প্রসাধন সামগ্রী তৈরির বিপুল পরিমান ক্যামিকেল সহ হাতে নাতে মো. ইসমাইলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সদরঘাট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post