জেএসসি-জেডিসি পরীক্ষা ১ নভেম্বর শুরু

আপডেট: ২৩ অক্টোবর ২০১৬ ৬:৪৬ অপরাহ্ন

pic-03_154164_227719

অনলাইন ডেস্ক ::
চলতি বছর ১ নভেম্বর শুরু অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হবে আগামী ১ নভেম্বর। রোববার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, এবারের জেএসসি-জেডিসি পরীক্ষা ১ নভেম্বর থেকে শুরু হয়ে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে। পরীক্ষার অন্য বিষয়গুলো আগের মতোই রাখা হয়েছে।

প্রাথমিক শিক্ষার স্তর অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত হওয়ায় এবার আটটি সাধারণ বোর্ড ও মাদ্রাসা বোর্ডের সহায়তায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জেএসসি-জেডিসি পরীক্ষা নেওয়ার কথা থাকলেও এ বছর তা নিবে শিক্ষা মন্ত্রনালয়। পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় গত সপ্তাহে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবারের জেএসসি-জেডিসি পরীক্ষা নিতে পারছে বলে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেয়। এর প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী আজকের সংবাদ সম্মেলনে ডেকে জানান, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এবারের জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সিটিজিসান.কম/বিউটি

Print This Post Print This Post