
লোহাগাড়া প্রতিনিধি | আপডেট : ১২ এপ্রিল, ২০২৩ বুধবার : ১০:৫০, পিএম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সাড়া জাগানো সামাজিক সংগঠন বড়হাতিয়া আলোড়ন পরিষদ এর উদ্যোগে আয়োজিত ১১ তম ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) আবদুল আলিম সিকদার পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান চৌধুরী দুলাল’র সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ওসমান গনি।
এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা
কাইছার চৌধুরী, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমডি জুনাইদ সহ প্রমুখ। ইফতারের পূর্বে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওসমান গনি।
