করাইয়ানগর বাহাদুর পাড়া শাহী জামে মসজিদ উদ্বোধন

আপডেট: ২০ জানুয়ারী ২০২৩ ১১:১৮ অপরাহ্ন

লোহাগাড়া প্রতিনিধি | আপডেট : ২০ জানুয়ারি, ২০২৩ শুক্রবার : ১১:২০ পিএম

সাতকানিয়া সদর ইউনিয়নে ‘করইয়া নগর বাহাদুর পাড়া শাহী জামে মসজিদ’ অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) জুমার নামাজ আদায়ের মাধ্যমে উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালভী হুজুরের সাহেবজাদা মাওলানা মো. নুরুল আমীন, পদুয়া হেমায়তুল ইসলাম মাদ্রাসার মুহাদ্দীস মাওলনা মো. দ্বীন মোহাম্মদ আরমানি, পটিয়ার সমাজসেবক গাজী আসলাম, এডভোকেট জাফর আলম, চন্দনাইশের ইঞ্জিনিয়ার আবদুল কাদের, মসজিদের পেশ ইমাম মাওলানা মো. ইলিয়াছ, মসজিদের সাবেক সভাপতি মো. নেওয়াজ হোসাইন নিষাদ ও ইউপি সদস্য শাব্বির আহমদ প্রমুখ।

অজপাড়াগাঁয়ে নয়নাভিরাম এই মসজিদে নামাজ আদায় করতে পেরে খুশী চারপাশের নানা শ্রেণী পেশার মানুষ। মসজিদে জুমার প্রথম ইমামতি করেন মাওলানা মো. নুরুল আমীন।

Print This Post Print This Post