খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরীর আপোষে জামিন

আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ ১:৩২ অপরাহ্ন

 

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২২ বুধবার : ১.৩০ পিএম
জেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলায় আপোষে জামিন পেলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপুসহ চারজন।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল আলম এর আদালতে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। খাগড়াছড়ি কোর্ট পুলিশ ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

জামিনপ্রাপ্ত অপর আসামীরা হলেন— খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা ও ঠিকাদার মোহাম্মদ সেলিম। তবে এদিন মামলার এক নম্বর আসামী ও কাজের সাব ঠিকাদার প্রাণতোষ প্রকাশ প্রাণন্ত বাবু আদালতে অনুপস্থিত থাকায় আদালত তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয়নি।

এরআগে গত ৬ ডিসেম্বর দুপুর ২টার দিকে জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন জেলা সদরের শালবন এলাকার সুরাজ খানের ছেলে জালাল খান।

এতে আসামী করা হয় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী, নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা, ঠিকাদার মোহাম্মদ সেলিম ও সাব-ঠিকাদার প্রাণতোষ প্রকাশ প্রাণন্ত বাবুসহ মোট পাঁচজনকে।

বিচারক অভিযোগটি আমলে নিয়ে এজাহার হিসেবে গ্রহণের জন্য খাগড়াছড়ি সদর থানার ওসিকে নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বেদারুল ইসলাম বলেন, আসামীদের মধ্যে একজন উপমন্ত্রী পদমর্যাদার। অপর তিনজনের মধ্যে একজন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা, এক নির্বাহী প্রকৌশলী এবং অপরজন ব্যবসায়ি। তারা মঙ্গলবার স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেছেন। তারা জামিনে গেলে পালানোর সম্ভাবনা নেই বলে আদালতকে জানান। এই জামিনে বাদিরও তেমন কোনো আপত্তি ছিলোনা। তাই আদালত আত্মসমর্পণকারী চার আসামীকে পাঁচ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত, চলতি বছরের ৮ অক্টোবর বিকেলে খাগড়াছড়ি জেলা পরিষদের নির্মাণাধীন নতুন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হন। এতে আহত আরও পাঁচজন। নিহতরা হলেন—খাগড়াছড়ি সদরের সবুজবাগ এলাকার আমিনুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন (২২) ও বাগেরহাট জেলার চিতলমারী থানার কালিগাতি এলাকার সোহরাব শিকদারের ছেলে সাইফুল ইসলাম (২২)।

Print This Post Print This Post