ভোটার আইডি নির্ভূল হওয়ার জন্য আপনার করণীয়

আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২২ ১২:৩০ অপরাহ্ন

 

ফিচার ডেস্ক | আপডেট : ১৬ সেপ্টেম্বর,  ২০২২ শুক্রবার: ৭.১৮ পিএম

রেজিষ্ট্রেশন বা ছবি তোলার দিন আপনার তথ্য সংগ্রহকারী ভোটার নিবন্ধন ফরম/ফাইল আপনার হাতে দিবে আর আপনি তা হাতে নিয়ে ছবি ও বায়োমেট্রিক সম্পন্ন করার জন্য লাইনে দাড়াবেন।
এই সময় আপনি লাইনে দাঁড়িয়ে আশে পাশের লোকদের সাথে আড্ডা না জমিয়ে আপনার হাতে থাকা ফাইলের প্রথম পাতার এপিঠ ও বারবার চেক করবেন।

যা যা চেক করবেনঃ
☞ আপনার নাম (বাংলা + ইংরেজি)
☞ পিতার নাম ও আইডি
☞ মাতার নাম ও আইডি
☞ বিবাহিত হলে স্বামী/স্ত্রীর নাম ও আইডি
☞আপনার জন্ম তারিখ ও জন্ম নিবন্ধন নম্বর
☞ শিক্ষাগত যোগ্যতা
☞পেশা
☞ রক্তের গ্রুপ
☞বর্তমান ও স্থায়ী ঠিকানা
☞ পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স নম্বর (যদি থাকে)
ইত্যাদি।

এখানে লক্ষনীয় যে, আপনার হাতে থাকা ফাইলের প্রথম পাতার এপিঠ ওপিঠ এ যা লিপিবদ্ধ আছে, আপনার আইডিতে তাই আসবে। হোক তা শুদ্ধ কিংবা ভুল।

সুতরাং বারবার চেক করবেন। যদি ভুল থাকে, তবে আপনার তথ্য সংগ্রহকারীর (সংশ্লিষ্ট স্কুল টিচার) সাথে যোগাযোগ করে ফরমের ভুলগুলো শুদ্ধ করে নিবেন।
এক্ষেত্রে লাইন থেকে বের হতে না পারলে ছবি তোলার নির্দিষ্ট কক্ষের সামনে ফাইল চেক করা ব্যক্তিকে অবশ্যই জানাবেন৷ উনি ঠিক করে দিবেন।

Print This Post Print This Post