
নিজস্ব প্রতিবেদক | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২২ ১২:৫০ পিএম
ভূমিদস্যু জমির এবং কাশেম। তাদের রয়েছে বিশাল সন্ত্রাসী বাহিনী। আর সেই দাপট দেখিয়ে কব্জির জোরে দখল করে অন্যের জমি। এবার চান্দগাঁওয়ের খতিব বাড়ির মাহবুব কলোনিতে প্রবাসীর জমি দখল করতে তারা হামলা চালায় তার ভাড়া ঘরে। শুধু তাই নয়, নারী কেয়ারটেকারকে মারধরও করেন তারা। ওই প্রবাসীর স্ত্রী তাদের বিরুদ্ধে মামলা করলেও এখনও ধরা-ছোঁয়ার বাইরে তারা।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব জানান ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী কামরুন নাহার। তার স্বামীর নাম মোহাম্মদ হানিফ। রাউজানের উরকিরচর থানার বাসিন্দা তারা।
সংবাদ সম্মেলনে কামরুন নাহার বলেন, ‘চান্দগাঁও সাব রেজিস্ট্রি অফিসে প্রথমে বায়না পরবর্তীতে রেজিস্ট্রি মূলে আমার স্বামী আবু হানিফ আমার দেবর মোহাম্মদ বাবরের জমির প্রকৃত মালিক মোহাম্মদ শোয়াইব এর কাছ থেকে জমির মালিকানা স্বত্ব বুঝে নেয়। গত ৬ বছর যাবত আমরা আমাদের ওই কেনা সম্পত্তিতে ভোগ দখল করে আসছি।’
তিনি বলেন, ‘গত ২ সেপ্টেম্বর ভূমিদস্যু মোহাম্মদ জমির উদ্দীন ও আবুল কাশেম গংদের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের সন্ত্রাসী দল আমাদের চান্দগাঁও থানার ১৪ নম্বর গ্যারেজ সংলগ্ন খতিব বাড়ি মাহবুব কলোনীর স্থাপনায় হামলা চালায়। এসময় আমাদের ভাড়াটিয়াদের মারধর করে স্থাপনায় থাকা ভাড়া ঘরে হামলা ও ভাঙচুর চালায়। সন্ত্রাসীরা আমার ভাড়া ঘরের বিদ্যুতের লাইন, মিটার, সিসি ক্যামেরা, সেমি-পাকা ঘরের ব্যাপক ক্ষতি করে।’
তিনি আরও বলেন, ‘এক পর্যায়ে আমাদের কেয়ারটেকার নাসিমাকে তারা একটি হাইস গাড়িতে তুলে নিয়ে যায় হত্যার উদ্দেশ্যে। এসময় কেয়ারটেকারকে জমির ও কাশেম গংদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা শারীরিকভাবে হেনস্থা করে। নাসিমাকে মেরে ফেলার পরিকল্পনা বুঝতে পেরে অপহরণকারীদের হাতে পায়ে ধরে প্রাণ ভিক্ষা চাইলে তাকে কুয়াইশ অক্সিজেন রোডের নির্জন স্থানে ফেলে যায়। পরে আহত অবস্থায় তাকে টহল পুলিশ উদ্ধার করে।’
‘আমাদের এই জমির উপর আদালতের নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও তারা পরিকল্পিতভাবে এ হামলা করে। এই ঘটনার সুষ্ঠ বিচার পাওয়ার আশায় আমার বড় ভাই (ভাসুর) প্রথমে চান্দগাঁও থানায় পরদিন (৩ সেপ্টেম্বর) সাধারণ ডায়েরি করে। পরদিন অর্থাৎ ৪ সেপ্টেম্বর জমির উদ্দিন ও আবুল কাশেম গংদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করে।’ যোগ করেন কামরুন নাহার।
মামলার প্রধান আসামি ভূমিদস্যু জমির ও কাশেম পলাতক থাকায় কামরুন নাহারের পরিবার ভীতিকর সময় পার করছেন জানিয়ে তিনি এই ঘটনার সুষ্ঠ তদন্ত ও ভূমিদস্যুদের বিচারের আওতায় আনার দাবি করেন।
সিটিজিসান/আরএইচআর
