চট্টগ্রামে বিএনপি নেতারা কে কোথায় ঈদ করবেন

আপডেট: ১ মে ২০২২ ৩:৩৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০১ মে, ২০২২ রোববার : ০২.৩০ পিএম

আজ রোববার (১ মে) চাঁদের দেখা মিললে সোমবার হবে পবিত্র ঈদুর ফিতর, অন্যথায় আগামি মঙ্গলবারই হচ্ছে ঈদ। দীর্ঘ একমাস রোজা রাখার পর ঈদ হচ্ছে পুথিবীর সব মুসলমানদের জন্য একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আনন্দের দিন।

এদিকে ঈদের দিন রাজনৈতিক নেতৃত্বে প্রতিও মানুষের কৌতুহলের শেষ নেই। আর এদিন রাজনৈতিক নেতৃবৃন্দ কে ও কোথায় ঈদ জামাতে শরিক হবে সেটা নিয়ে থাকে সবার আগ্রহ থাকে বরাবরেই মতোই।

খোঁজ নিয়ে জানা গেছে, এবার ঈদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ঈদ উৎযাপন নগরীর কাট্টলীস্থ বাড়িতে। সেখানে ঈদের নামায পড়বেন। নিজ বাড়ির কম্পাউন্ডে প্রতিবেশীদের নিয়ে নামাজ আদায় করে আত্মীয় স্বজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। ঈদের পরদিন নগরীর মেহেদীবাগ বাসভবনে নেতাকর্মীদের জন্য মেজবানি মাংস, পরটা ও জর্দা ভাতের আয়োজন করেছেন।

আবদুল্লাহ আল নোমান:

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের সহধর্মিণী অধ্যাপিকা তাসমিন আরা নোমান এর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে তিনি চট্টগ্রামে ঈদ উদযাপন করবেন। এর ব্যত্যয় ঘটলে এবার ঢাকায় ঈদ করবেন বলে জানিয়েছেন তাঁর একান্ত সচিব নুরুল আজিম হিরু।

মীর নাছির উদ্দীন:

বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন এবার ঈদ উল ফিতরের নামাজ আদায় করবেন নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে। এরপর নগরীর চট্টেশ্বরী রোড়ের ডালিয়াকুঞ্জে অবস্থান হাটহাজারী গ্রামের বাড়িতে যাবেন। তাঁর পুত্র বিএনপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন চট্টগ্রামে ঈদ উদযাপন করবেন বলে জানিয়েছেন তিনি।

মাহবুবের রহমান শামীম:

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম নগরীর জতিয়াতুল ফালাহ মসজিদে ঈদ উল আযহার নামাজ আদায় করবেন। পরে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানিয়েছেন তাঁর একান্ত সহকারী মো. আজম খান।

ডা. শাহাদাত হোসেন :

ঈদ করবেন নগরীর পশ্চিম বাকলিয়া ডিসি রোডস্থ বাড়িতে। এর আগে তিনি নগরীর বাদশা মিয়া সড়কের আমিরবাগ আবাসিক জামে মসজিদে ঈদের জামাত আদায় করবেন।

এরপর বাকলিয়ায় বাড়িতে গিয়ে সারাদিন থাকবেন। সেখানে নেতাকর্মীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। পরদিন তিনি নগরীর আসকারদিঘির পাড়স্থ রীমা কমিউনিটি সেন্টারে দলের নেতাকর্মীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

আবু সুফিয়ান:

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। তিনি সেখানেই ঈদ করবেন।

আবুল হাশেম বক্কর:
মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর জমিয়তুল ফালাহ মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। নগরীর বাটালী রোডের বাসভবনে সারাদিন অবস্থান করে আত্মীয়স্বজন ও দলের নেতাকর্মীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post